''সিটিজেন চার্টার"
ক্রঃ নং | কার্যক্রম | সেবার ধরণ | সেবা গ্রহণকারী ব্যক্তি/সংস্থা | সেবা প্রাপ্তির সময়সীমা |
সেবাদানকারী কর্তৃপক্ষ |
০১. |
ভিজিডি কর্মসূচি |
ভিজিডি কর্মসূচির আওতায় দরিদ্র সীমার নিচে বসবাসকারী মহিলাদের খাদ্য নিরাপত্তা সহ প্রশিক্ষণ প্রদান ও আয়বর্ধক কর্মসূচিতে তাদের সম্পৃক্তকরণ। এই কার্যক্রমের অধীনে ভিজিডি কার্ডধারী মহিলাদের কে (ক) দুই বছর ধরে খাদ্য ও আর্থিক সুবিধা প্রদান করা হয়,(খ) আয়বর্ধক ও সচেতনতা বিষয়ক প্রশিক্ষণ দেয়া হয়,(গ) ভিজিডি চক্র শেষে প্রশিক্ষণ প্রাপ্ত মহিলাদের ঋণ সুবিধা প্রদান করা হয়। |
দরিদ্র পীড়িত ও দুঃস্থ গ্রামীন মহিলা |
৬ মাস |
জেলা/উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা |
০২. |
দরিদ্র মা’র জন্য মাতৃত্বকালীন ভাতা কর্মসূচী |
দরিদ্র মা'র জন্য মাতৃত্বকালীন ভাতা কর্মসূচীর অধীনে গ্রামের দরিদ্র গর্ভবর্তী মায়েদের মাসিক ৫০০/- টাকা হারে দুই বৎসর মেয়াদে মাতৃত্বকালীন ভাতা প্রদান করা হয়। এছাড়া সন্তান প্রসবের পর মা ও শিশুর স্বাস্থ্য সেবার ব্যবস্থা করা। |
পল্লী এলাকার দরিদ্র গর্ভবতী মহিলা |
২ মাস |
জেলা/উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা |
০৩. |
বৃত্তিমূলক প্রশিক্ষণ কার্যক্রম |
বিভিন্ন ধরনের আয়বর্ধক বৃত্তিমূলক ও ব্যবহারিক প্রশিক্ষণের মাধ্যমে মহিলাদের আত্ন-কর্মসংস্থানের ব্যবস্থা করা। জেলা ও উপজেলা পর্যায়ে বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ যেমন- আধুনিক দর্জিবিজ্ঞান, মোমবাতি তৈরী,বিউটিফিকেশন, শো-পিচ তৈরী, খাদ্য প্রক্রিয়াজাতকরণ, ব্লোক ও বাটিক, এম্ব্রোয়ডারী ইত্যাদি বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়। |
দেশের দুঃস্থ, দরিদ্র নারী |
আবেদনের পর ১৫-৩০ দিনের মধ্যে |
জেলা/উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা |
০৪. |
কর্মজীবি ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিল |
কর্মজীবি ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিল কার্যক্রমের অধীনে রংপুর পৌরসভার কর্মজীবি দরিদ্র গর্ভবতী মায়েদের কে প্রতিমাসে ৫০০/= টাকা হারে ২ বছর মেয়াদে কর্মজীবি ল্যাকটেটিং মাদার ভাতা প্রদান করা হয়। |
পৌরসভা এলাকার কর্মজীবি দরিদ্র গর্ভবতী মা |
২ মাস |
জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা |
০৫. |
মহিলাদের আত্ন-কর্মসংস্থানের জন্য ক্ষুদ্র ঋণ তহবিল |
ক্ষুদ্র ঋণ কার্যক্রমের আওতায় দুঃস্থ অসহায় ও প্রশিক্ষিত নারীদের আত্ন- কর্মস্থানের লক্ষ্যে ক্ষুদ্র ঋণ প্রদান করা হয়। গ্রমীণ দরিদ্র ও নিম্ন আয়ের মহিলাদের আত্ন- কর্মসংস্থানের উদ্দেশ্যে পল্লী অঞ্চলের সমিতির মাধ্যমে ৫,০০০ থেকে ১৫,০০০ টাকা পর্যন্ত ঋণ প্রদান করা হয়। |
কর্মক্ষম প্রশিক্ষণ প্রাপ্ত দরিদ্র নারী |
আবেদন প্রাপ্তির ১(এক) মাসের মধ্যে |
জেলা/উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা |
০৬. |
নারী সহায়তা কেন্দ্র |
নির্যাতিত, দুঃস্থ অসহায় নারী ও শিশুদের সাময়িক আশ্রয় প্রদান করা হয়। সেখানে তাদের আশ্রয়, খাদ্য, চিকিৎসা ও আইনগত সেবা প্রদান ও সমাজে পুনর্বাসনের লক্ষ্যে আয়বর্ধক প্রশিক্ষণ প্রদান করা হয়। |
নির্যাতিত নারী ও শিশু |
আবেদনের প্রেক্ষিতে তাৎক্ষনিকভাবে আশ্রয় প্রদান |
জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা |
০৭. |
নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ |
মহিলা ও শিশুদের আইগত সহায়তা প্রদানের লক্ষ্যে জেলা ও উপজেলা পর্যায়ে গঠিত নারী নির্যাতন প্রতিরোধ কমিটি স্থানীয় ভাবে নারী ও শিশু নির্যাতন মূলক অভিযোগের প্রেক্ষিতে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণের ব্যবস্থা করে। |
নির্যাতিত নারী ও শিশু |
আবেদন এবং অবহিত হওয়ার প্রেক্ষিতে তাৎক্ষণিক ভাবে সেবা প্রদান |
জেলা/উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা |
০৮. |
সেলাই মেশিন বিতরণ |
নিবন্ধনকৃত প্রতিষ্ঠান, দারিদ্র পীড়িত ও দুঃস্থ মহিলাদের আত্ন-কর্মসংস্থানের জন্য সেলাই মেশিন প্রদান করা হয়। |
নিবন্ধনকৃত প্রতিষ্ঠান, দারিদ্র পীড়িত দুঃস্থ মহিলা |
আবেদনের প্রেক্ষিতে ১ মাসের মধ্যে |
জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা |
০৯. |
স্বেচ্ছাসেবী মহিলা সমিতি নিবন্ধন ও অনুদান প্রদান |
উন্নয়ন কর্মসূচীকে আরো ব্যাপৃত এবং মহিলা জনগোষ্ঠীর মধ্যে সম্প্রসারণ করার লক্ষ্যে স্বেচ্ছাসেবী মহিলা সংগঠন সমূহের নিবন্ধন প্রদান করা। নিবন্ধনকৃত স্বেচ্ছাসেবী মহিলা সমিতি কে আবেদনের ভিত্তিতে বছরে একবার ৫,০০০ থেকে ২৫,০০০ টাকা পর্যন্ত আর্থিক অনুদান দেয়া হয়। |
সক্রিয় স্বেচ্ছাসেবী মহিলা সমিতি |
|
জেলা/উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা |
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS